Rabiul Auwal 1443 || October 2021

আবদুল বারী - রাজশাহী

৫৫১৮. Question

একদিন আমাদের কলেজের নামাযের স্থানে ইমাম না থাকার কারণে আমাদের একজন ইমামতি করেন। তিনি নামাযের শুরু থেকেই الله أكبر এর বা-কে টেনে টেনে উচ্চারণ করে নামায শেষ করেন। নামাযের পর এ বিষয়টি নিয়ে মতানৈক্য দেখা দেয় যে, নামায সহীহ হয়েছে কি না। তাই আমরা জানতে চাচ্ছি, নামাযের মধ্যে الله أكبر -এর  বা-কে টেনে الله أكبار বলার কারণে কি নামাযে কোনো সমস্যা হয়েছে? বিষয়টি জানিয়ে উপকৃত করবেন।

Answer

নামাযের মধ্যে الله أكبر -এর বা-কে টেনে الله أكبار উচ্চারণ করা নিষেধ। এমনটি করলে কারো কারো মতে নামায নষ্ট হয়ে যায়। তাই ইমাম ও সাধারণ মুসল্লী সকলকেই এর উচ্চারণ শুদ্ধ করে নিতে হবে। তবে কোনো কোনো ফকীহের মতে ঐভাবে উচ্চারণ করা ভুল হলেও এর কারণে নামায নষ্ট হয় না।

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ঐদিনের নামাযগুলো আদায় হয়ে গেছে। তবে সামনে থেকে অবশ্যই এমন কাউকে ইমাম বানাবেন, যিনি নামাযের আহকাম সম্পর্কে অবগত এবং তাকবীর, তাসবীহ ও তিলাওয়াতের বিশুদ্ধতার ব্যাপারে সতর্ক ও সক্ষম।

-খুলাসাতুল ফাতাওয়া ১/৮৩; ফাতাওয়া বাযযাযিয়া ১/৩৮; হালবাতুল মুজাল্লী ২/১৪; আলবাহরুর রায়েক ১/৩১৪; শরহুল মুনইয়া, পৃ. ২৬০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩১০; আসসেআয়া ২/১৫১; রদ্দুল মুহতার ১/৪৮০

Read more Question/Answer of this issue