Rabiul Auwal 1443 || October 2021

তামীম - রাজবাড়ী

৫৫১৭. Question

কিছুদিন আগে আমি যোহরের নামায আদায় করছিলাম। উক্ত নামাযে ওয়াজিব তরক করার কারণে আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু বৈঠকের শেষে আমি সিজদায়ে সাহুর কথা ভুলে যাই এবং উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি। মাঝেমধ্যে আমার এরকম হয়। এখন জানার বিষয় হল, যদি কারো এমনটি হয় তাহলে উক্ত অবস্থায় তার করণীয় কী?

Answer

ভুলে সিজদায়ে সাহু না করে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেললেও সিজদায়ে সাহু আদায়ের সুযোগ থাকে। সালাম ফেরানোর পর নামায পরিপন্থী কোনো কাজ করার (যেমন, কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া) আগ পর্যন্ত স্মরণ হলেই সাহু সিজদা করে নেবে এবং যথা নিয়মে সালাম ফেরাবে।

হযরত ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

هُمَا عَلَيْهِ حَتّٰى يَخْرُجَ أَوْ يَتَكَلَّمَ.

(সিজদায়ে সাহু) দুটি তার উপর আবশ্যক যতক্ষণ না সে (মসজিদ থেকে) বের হয় বা কথা বলে ফেলে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৪৫১৪)

আর যদি কোনোভাবেই তখন সাহু সিজদা আদায় না করা হয়ে থাকে তাহলে উক্ত নামায পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০১; আলমুহীতুল বুরহানী ২/৩২৫; ফাতহুল কাদীর ১/৪৫১; আলবাহরুর রায়েক ২/৯৫; মারাকিল ফালাহ পৃ. ২৫৬; রদ্দুল মুহতার ১/৪৫৬

Read more Question/Answer of this issue