Safar 1443 || September 2021

সাঈদুল হক নাসীম - মোমেনশাহী

৫৫১০. Question

আমি দোকান থেকে এক হালি (৪টি) হাসের ডিম চল্লিশ টাকা দিয়ে কিনি। বাড়ীতে আসার পর ডিমগুলো যখন ভাঙি তখন একটি ডিম নষ্ট পাই। সেই নষ্ট ডিমটি আমি দোকানীর নিকট নিয়ে বলি, আপনি আমাকে নষ্ট ডিম দিয়েছেন, সুতরাং আরেকটি ডিম দিন অথবা এটার মূল্য ফেরত দিন। তখন দোকানী বলে, আমি আপনার এই ডিম কীভাবে ফেরত নিব? এটা তো আমি টাকা দিয়ে কিনেছি। যদি না ভাঙতেন তাহলে ফেরত নিতাম। এখন আমি এটা ফেরত নিতে পারব না।

সম্মানিত মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, নষ্ট ডিমটি ফেরত নেওয়া কি তার উপর আবশ্যক ছিল না? ফেরত না নিয়ে সে কি কাজটি ঠিক করেছে? জানালে উপকৃত হব।

Answer

একেবারেই ব্যবহার অনুপযুক্ত নষ্ট ডিম বিক্রি করা জায়েয নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ডিমগুলো ভাঙার পর একটি ডিম যেহেতু নষ্ট পাওয়া গেছে, তাই বিক্রেতার জন্য এর মূল্য ফেরত দেওয়া আবশ্যক। ডিমটি ভেঙে ফেলার কারণে মূল্য ফেরত পাবে না- এ কথা ঠিক নয়। তাই এ অজুহাতে মূল্য ফেরত না দেওয়া অন্যায় ও গোনাহ হবে। উপরন্তু বিক্রেতার জন্য নষ্ট ডিমের মূল্য রেখে দেওয়া হালাল হবে না।

-কিতাবুল আছল ২/৫০০; আলমুহীতুল বুরহানী ১০/১২৩, ১৩৩; ফাতহুল কাদীর ৬/১৯; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৪৭; ফাতাওয়া খানিয়া ২/২০৫; আলবাহরুর রায়েক ৬/৫৪; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৩৩৫

Read more Question/Answer of this issue