Safar 1443 || September 2021

রফিকুল ইসলাম - যশোর

৫৫০৮. Question

আমার এবং আমার ভাইয়ের যৌথ মালিকানাধিন তিনটা পুকুর আছে। পুকুরগুলোর জমির ৬৫% মালিকানা আমার। আর ৩৫% মালিকানা ভাইয়ের। এবছর বর্ষার মৌসুমে পুকুরগুলোতে প্রচুর মাছ হয়েছে। ভাই শহরে থাকার কারণে তার সাথে এভাবে চুক্তি করেছি যে, আমি পুকুর থেকে মাছ ধরে বিক্রি করব এবং এ বাবদ আমি ১০,০০০/- টাকা নেব। তারপর যে টাকা থাকবে তা আমরা সমানভাবে বণ্টন করে নেব। জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে আমাদের এই চুক্তি কি সহীহ হয়েছে?

 

Answer

প্রশ্নোক্ত অবস্থায় পুকুরগুলো থেকে মাছ শিকারের কারণে আপনার ভাইয়ের জন্য মালিকানা অংশের চেয়ে বেশি লভ্যাংশ নির্ধারণ করা জায়েয হয়নি এবং মাছ শিকার বাবদ আপনার জন্য পারিশ্রমিক হিসাবে নির্ধারিত অংক ধার্য করাও ঠিক হয়নি; বরং এক্ষেত্রে লভ্যাংশ প্রত্যেকের মালিকানার হার অনুযায়ী বণ্টিত হবে। আর মাছ শিকারের জন্য আপনার ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে তার পক্ষ থেকে লোক নিয়োগ দিতে পারবেন। কিন্তু লোক না নিয়ে যদি আপনি নিজেই মাছ শিকার করেন তাহলে আপনার ভাইয়ের অংশের মাছ শিকার বাবদ কোনো পারিশ্রমিক নিতে পারবেন না।

-বাদায়েউস সানায়ে ৪/৪৩; আলমুহীতুল বুরহানী ১১/৩৬৭; আলহাবিল কুদসী ২/৮৪; ফাতাওয়া হিন্দিয়া ২/৩০১; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১০৭৩; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/১৪; আদ্দুররুল মুখতার ৬/৬০

Read more Question/Answer of this issue