আবদুল কাদির - খুলনা
৫৫০৬. Question
কয়েকদিন আগে ফিল্টার কেনার জন্য মার্কেটে যাই। এক দোকানে দাম জিজ্ঞাসা করলে বলে ১১০০/= টাকা। আমি বলি ৯০০/= টাকায় হলে নিব। দোকানদার ঐ দামে বিক্রি করতে রাজি না হওয়ায় দোকান থেকে বের হয়ে যাই। তখন দোকানদার ডাক দিয়ে বলল, নিয়ে যান। তখন আমার মত পরিবর্তন হয়ে যায়। তাই বললাম, নিব না। দোকানদার বলল, আপনার বলা দামেই তো দিচ্ছি। নেবেন না কেন? এখন আপনাকে নিতে হবে। এরপর ঐ পণ্যটি বিক্রি করার জন্য জোরাজুরি শুরু করে। তার অবস্থা এমন ছিল যে, পণ্যটি গ্রহণ না করা আমার জন্য অন্যায় হচ্ছে। শেষ পর্যন্ত পণ্যটি তার দোকান থেকে না নিয়ে অন্য দোকান থেকে আরো কম মূল্যে ক্রয় করি।
আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি আমাদের মধ্যে বিক্রয় সংঘটিত হয়ে গিয়েছিল? পণ্যটি তার থেকে গ্রহণ না করা কি আমার জন্য অন্যায় হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে বিক্রেতা আপনার প্রস্তাবিত মূল্যে পণ্যটি দিতে রাজি না হওয়ার পর আপনি যেহেতু তার দোকান থেকে বের হয়ে গেছেন তাই আপনার ঐ প্রস্তাব বাতিল হয়ে গেছে। পরবর্তীতে সে আপনার উক্ত প্রস্তাবিত দামে বিক্রি করতে সম্মত হলেও তখন তা গ্রহণ করা আপনার উপর জরুরি নয়; বরং এক্ষেত্রে আপনার ইচ্ছাধীন থাকবে- উক্ত দামে পণ্যটি গ্রহণ করা বা না করা। তাই এক্ষেত্রে তার থেকে পণ্যটি না কেনা আপনার অন্যায় হয়নি।
-শরহু মুখতাসারিত তাহাবী ৩/১১; বাদায়েউস সানায়ে ৪/৩২৪; আলমুহীতুল বুরহানী ৯/২২১; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১৮৩; আলবাহরুর রায়েক ৫/২৭২; আদ্দুররুল মুখতার ৪/৫২৭