মুআয বিন নূর - সুলতানপুর, সাতক্ষীরা
৫৫০৫. Question
আমাদের মহল্লায় মাত্র দুটি মসজিদ। ঘন বসতি হওয়ায় সেখানে আমাদের মহল্লায় সব লোকের জায়গা হয় না। আর কিছু কিছু স্থান থেকে মসজিদ এত দূরে যে, সেখান থেকে মসজিদে গিয়ে জামাতে শরীক হওয়াও মুশকিল হয়ে দাঁড়ায়। তাই আমাদের মহল্লার সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে, মহল্লায় আরেকটা মসজিদ নির্মাণ করা হবে। তো এ উদ্দেশ্যে আমার বাবা পাঁচ কাঠা জমি ওয়াকফ করেছেন এবং ঐ জায়গা মসজিদের জন্য লিখে দিয়েছেন। কিন্তু ঐ জায়গায় আমাদের কিছু সবজি ক্ষেত ও ধান ক্ষেত আছে। আমরা চাচ্ছি যে, মসজিদ নির্মাণ কাজ শুরু হওয়ার আগে আমাদের ধান ও সবজিগুলো কেটে নেব। কিন্তু এলাকার কিছু লোক বলেছেন যে, না। আপনাদের এই জমি যেহেতু মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেছে তাই এখানকার সবকিছু মসজিদের কল্যাণেই ব্যবহার করতে হবে। সুতরাং আপনারা কিছুই কেটে নিতে পারবেন না। সঠিক বিধান জানালে উপকৃত হব।
Answer
জমি ওয়াকফ বা বিক্রি করলে মৌসুমি ফসল তার অন্তর্ভুক্ত হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত জমির ধান ও সবজি যারা লাগিয়েছে তারাই এর মালিক হবে। এগুলো কেটে নিয়ে তারা নিজ কাজে ব্যবহার করতে পারবে। এতে কোনো অসুবিধা নেই।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৫৪৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/১০৪; আলমুহীতুল বুরহানী ৮/৫০৫; ফাতহুল কাদীর ৫/৪২৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬৩