সুহাইল - ঢাকা
৫৫০৩. Question
আমার আব্বু কয়েক মাস আগে হঠাৎ
করেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন আমি এই বলে মান্নত করি যে, আমার বাবা যদি সুস্থ হয়ে যান তাহলে আমি কয়েকটা রোযা রখব এবং গরীব-মিসকীনদের খাবার খাওয়াব। দশ-পনেরো দিন হল আমার আব্বুর অবস্থা আগের থেকে অনেক ভালো। এখন আমি আমার মান্নত পূর্ণ করতে চাচ্ছি। এজন্য আমার কয়টি রোযা রাখতে হবে এবং কতজন গরীব-মিসকীনকে খাওয়াতে হবে? আমি তো তখন কোনো সংখ্যা নির্ধারণ করিনি। বিষয়টি জানালে খুব উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উক্ত মান্নত পূরণের জন্য কমপক্ষে তিনটি রোযা ও অন্তত দশজন মিসকীনকে খাবার খাওয়াতে হবে।
-আলজামেউল কাবীর, পৃ. ৬০; বাদায়েউস সানায়ে ৪/২৪৫; আলমুহীতুল বুরহানী ৬/৩৫৩; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; আদ্দুররুল মুখতার ৩/৭৪২