Safar 1443 || September 2021

মকবুল হুসাইন - চাঁদপুর

৫৫০২. Question

একবার আমি একটি বড় রোগে আক্রান্ত হই। চিকিৎসা করছিলাম তবুও ভালো হচ্ছিল না। এদিকে আমার একটি ছাগল ছিল। তখন আমি মান্নত করি, ‘যদি আমি এই রোগ থেকে মুক্তি পাই, তাহলে এই ছাগলটি মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে সদকা করব।কিন্তু কিছুদিন পর সেই ছাগলটিকে কয়েকটি কুকুর কামড়ে মেরে ফেলে। এর প্রায় এক মাস পর আমি উক্ত রোগ থেকে মুক্তি পাই।

মুহতারামের কাছে জানার বিষয় হল, এখন আমি উক্ত মান্নত কীভাবে আদায় করব? জনৈক হুজুর বলেছেন, এখন উক্ত ছাগলের সমপরিমাণ মূল্য সদকা করতে হবে। তার কথা কি ঠিক? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার শর্তে নির্দিষ্ট ওই ছাগলটি সদকা করার মান্নত করেছিলেন আর আপনি সুস্থ হওয়ার আগেই ছাগলটি মারা গেছে। তাই এক্ষেত্রে আর মান্নতটি প্রযোজ্য হবে না। আপনাকে এজন্য কিছুই করতে হবে না। উক্ত ছাগলের মূল্য সদকা করতে হবে- প্রশ্নের কথাটি ঠিক নয়।

-বাদায়েউস সানায়ে ৪/১৯৯; আলমুহীতুল বুরহানী ৬/৩৫৪; রদ্দুল মুহতার ৬/৩২৫

Read more Question/Answer of this issue