Safar 1443 || September 2021

সাজ্জাদ - কুয়াকাটা

৫৪৯৯. Question

প্রায়ই আমার নানীর সাথে নানীর ছোট বোন আমাদের বাড়ী আসেন। নানীর বোনের সাথে পর্দার বিধান আছে কি না জানা না থাকায় আমি তার সামনে যাই না। কিন্তু তিনি আমার সামনে চলে আসেন। ফলে বিষয়টি নিয়ে আমি বেশ চিন্তিত।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি, নানীর বোন কি মাহরামের অন্তর্ভুক্ত? আমি কি তার সামনে যেতে পারব? জানালে উপকৃত হব।

Answer

নিজের খালার ন্যায় মায়ের খালাও মাহরামের অন্তর্ভুক্ত। আর নানীর বোন হচ্ছে মায়ের খালা। তাই আপনি আপনার নানীর বোনের সাথে দেখা করতে পারবেন।

-তাফসীরে রূহুল মাআনী ৪/২৫২; তাফসীরে মাযহারী ২/২৬৫; বাদায়েউস সানায়ে ২/৫৩০; আলবাহরুর রায়েক ৩/৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩; রদ্দুল মুহতার ৩/৩০

Read more Question/Answer of this issue