Safar 1443 || September 2021

আহমদ জামিল - খুলনা

৫৪৯৫. Question

২০১৮ সালে আমি প্রথম হজে¦ যাই। কিরান হজ¦ করায় প্রায় ১৫ দিনের মতো ইহরাম অবস্থায় থাকতে হয়। ইহরাম অবস্থায় বেশ কয়েকদিন সুগন্ধিযুক্ত বিরিয়ানী খাই। জানার বিষয় হল, ইহরাম অবস্থায় উক্ত খাবার খাওয়ার কারণে কি আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

Answer

ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত খাবার গ্রহণ করা নিষেধ নয়। তাই উক্ত খাবার খাওয়ার কারণে হজে¦র কোনো ক্ষতি হয়নি। কোনো জরিমানাও আসেনি। তবে রান্নার পর তাতে পৃথকভাবে সুগন্ধি যোগ করা থেকে বিরত থাকতে হবে।

-আলমাবসূত, সারাখসী ৪/১২৩; ফাতহুল কাদীর ২/৪৪১; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪১

Read more Question/Answer of this issue