Safar 1443 || September 2021

সাদুল্লাহ - বি. বাড়িয়া

৫৪৯৩. Question

গত বছর আমার কাছে দুই লক্ষ টাকা ছিল। ভেবেছিলাম, টাকাগুলো দিয়ে ঘরের ছাদের কাজ ধরব। কিন্তু কিছুদিন পর আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় টাকাগুলো আমার কাছ থেকে ধার নেয়। এক বছর হয়ে গেছে এখনও টাকাগুলো দিতে পারেনি। জানার বিষয় হল, আমার উপর কি উক্ত দুই লক্ষ টাকার যাকাত দেওয়া ফরয? জানালে উপকৃত হব।

Answer

ধার দেওয়া টাকার উপরও যাকাত ফরয। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাইকে ধার দেওয়া দুই লক্ষ টাকার বছরান্তে যাকাত দিতে হবে। তবে তা এখনই আদায় না করে সেই টাকা হস্তগত হওয়ার পরও আদায় করা যাবে।

-কিতাবুল আছল ২/৯৩; আলমাবসূত, সারাখসী ২/১৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮; আলবাহরুর রায়েক ২/২০৭; আদ্দুররুল মুখতার ২/৩০৫

Read more Question/Answer of this issue