Safar 1443 || September 2021

মাহবুবুর রহমান - বগুরা

৫৪৯২. Question

আমাদের এলাকায় ঈদুল ফিতরের দিন গরীব-মিসকীনরা ধনী মানুষের বাড়িতে আসে। এক পরিবারের যৌথ সদাকাতুল ফিতর একজনের দায়িত্বে থাকে। তিনি প্রত্যেক গরীবকে ২০/৩০ টাকা করে দিয়ে থাকেন। এভাবে একজনের সদাকাতুল ফিতর একাধিক ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে। জানার বিষয় হল, এভাবে একজনের সদাকাতুল ফিতর কি একাধিক গরীবকে দেয়া যাবে?

Answer

হাঁ, একজনের সদাকাতুল ফিতর একাধিক গরীব ব্যক্তিকে দেওয়া জায়েয আছে। তাই প্রশ্নোক্ত ফিতরাগুলো আদায় হয়ে গেছে।

তবে একটি ফিতরার পুরো টাকা একজন মিসকীনকে দেওয়াই উত্তম।

-বাদায়েউস সানায়ে ২/২০৮; তাবয়ীনুল হাকায়েক ২/১৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৬১; ফাতহুল কাদীর ২/১৩২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৯৫

Read more Question/Answer of this issue