Safar 1443 || September 2021

ইসমাঈল - ঢাকা

৫৪৮৮. Question

আমাদের মসজিদে প্রতি শুক্রবার ফজরের নামাযের প্রথম রাকাতে সূরা সিজদাহ তিলাওয়াত করা হয়। গত শুক্রবার আমি যখন মসজিদে প্রবেশ করি তখন ইমাম সাহেব সিজদার আয়াতটি তিলাওয়াত করছিলেন। আমি ইমাম সাহেবের সাথে নামাযে শরীক হবার আগেই তিনি সিজদায়ে তিলাওয়াত আদায় করেন। পরে আমি ঐ রাকাতে রুকুর আগে জামাতে শরীক হই। জানার বিষয় হল, ঐ সিজদাটি আমি কখন আদায় করব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমামের সাথে ঐ রাকাত পাওয়ার কারণে আপনি সিজদায়ে তিলাওয়াত পেয়েছেন বলে ধর্তব্য হবে। পৃথকভাবে সিজদা আদায় করা লাগবে না।

-কিতাবুল আছল ১/২৭৯; বাদায়েউস সানায়ে ১/৪৩৮; আলমুহীতুল বুরহানী ২/৩৭৫; শরহুল মুনইয়া, পৃ. ৫০১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩

Read more Question/Answer of this issue