Safar 1443 || September 2021

মুহাম্মাদ ইসমাঈল - ঢাকা

৫৪৮৭. Question

কয়েকদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাঁচের দরজার সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে হাত কেটে যায়। ডাক্তার তাঁর হাতের ক্ষতস্থানে সেলাই করে ব্যান্ডেজ লাগিয়ে দেন এবং এক সপ্তাহ পরে খোলার কথা বলেন। তাই এখন তিনি ব্যান্ডেজের উপর মাসেহ করে নামায পড়ান। প্রশ্ন হল, তাঁর পিছনে আমাদের ইক্তিদা কি সহীহ হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, এ অবস্থায় উক্ত ইমামের পিছনে আপনাদের ইক্তিদা সহীহ হবে। কেননা ব্যান্ডেজের উপর মাসেহকারীর পিছনে স্বাভাবিক ওযুকারী ব্যক্তির ইক্তিদা সহীহ।

তবে ক্ষতের স্থান যদি এমন হয় যে, ব্যান্ডেজের পরেও তা থেকে রক্ত বা পুঁজ বের হতে থাকে তাহলে ঐ ধরণের লোকের পিছনে সুস্থ লোকদের ইক্তিদা করা সহীহ হবে না।

-আলমাবসূত, সারাখসী ১/২১৪; আলমুহীতুল বুরহানী ২/১৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৪; রদ্দুল মুহতার ১/৫৮৮

Read more Question/Answer of this issue