Safar 1443 || September 2021

আকরাম - ধানমণ্ডি, ঢাকা

৫৪৮৪. Question

একাধিক মসজিদের আযান একসাথে শোনা গেলে কোন্টার জবাব দিব? আর পরপর হলে প্রত্যেক আযানের জবাব দেওয়া সুন্নত হবে কি?

Answer

একাধিক মসজিদের আযান একসাথে শোনা গেলে নিজ এলাকার মসজিদের আযানের জবাব দেবেন। আর একসাথে না হয়ে পরপর হলে প্রথম আযানের জবাব দেওয়া উত্তম। প্রত্যেক আযানের জবাব দিতে হবে না।

-ফাতহুল কাদীর ১/২১৭; শরহুল মুনইয়া, পৃ. ৩৭৯; আলবাহরুর রায়েক ১/২৫৯; আননাহরুল ফায়েক ১/১৭৫; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৮৮

Read more Question/Answer of this issue