Safar 1443 || September 2021

জাবেদ হুসাইন - মহাখালী, ঢাকা

৫৪৮১. Question

কিছুদিন আগে এক মসজিদে তাফসীর শুনছিলাম। প্রসঙ্গক্রমে ইমাম সাহেব সূরা আররাহমাননাযিলের প্রেক্ষাপট বর্ণনা করেন। তখন তিনি বলেন, এই সূরাটি নাযিল হয়েছে আরেকটি আয়াতকে কেন্দ্র করে। সেই আয়াতটি সিজদার আয়াত। তাই আমি আয়াতের অনুবাদটি আপনাদেরকে বলছি। তারপর তিনি ঐ আয়াতের অনুবাদ বলেন।

জানার বিষয় হল, সিজদার আয়াতের অনুবাদ পড়লে বা শুনলে কি সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে? ঐদিন সিজদার আয়াতের অনুবাদ শোনার কারণে কি আমাদের উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছিল?

Answer

সিজদার আয়াত পাঠ করলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়। কিন্তু সিজদার আয়াতের অনুবাদ পাঠ করলে বা অনুবাদ শ্রবণ করলে সেক্ষেত্রে সিজদা ওয়াজিব হয় না। অবশ্য কোনো কোনো ফকীহের মতে এক্ষেত্রেও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়। তাই সতর্কতামূলক কেউ চাইলে সিজদা করে নিতে পারে। কিন্তু কেউ সিজদা না দিলে সে গুনাহগার হবে না।

-আলমাবসূত, সারাখসী ২/১৩৩, বাদায়েউস সানায়ে ১/৪৩০; হালবাতুল মুজাল্লী ২/৫৮৮; আলবাহরুর রায়েক ২/১২০; আকামুন নাফাইস, পৃ. ৪০ (মাজমূআতু রাসাইলিল লাখনাবী ৪/৩৭৩)

Read more Question/Answer of this issue