Safar 1443 || September 2021

উম্মে সাখাওয়াত - মোমেনশাহী

৫৪৮০. Question

স্বাভাবিকভাবে আমার ঋতুস্রাব সাত দিনের মাথায় এসে বন্ধ হয়। কিন্তু চলতি মাসে তা দশ দিন অতিক্রম করে। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার উপর নামাযের বিধান সাত দিনের পর থেকে শুরু হবে, নাকি দশ দিনের পর থেকে? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার ঋতুস্রাব যেহেতু স্বাভাবিকভাবে সাত দিন হয় এবং চলতি মাসে তা দশ দিন অতিক্রম করেছে, তাই এক্ষেত্রেও আপনার ঋতুস্রাব সাত দিনই ধর্তব্য হবে। সাত দিনের পরের নামাযগুলো কাযা করে নেবেন।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১১৫৩, ১১৫৫; কিতাবুল আছল ১/২৮৯; বাদায়েউস সানায়ে ১/১৫৮; আলমুহীতুল বুরহানী ১/৪৩৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; রদ্দুল মুহতার ১/২৮৫

Read more Question/Answer of this issue