Safar 1443 || September 2021

হাম্মাদ - মোমেনশাহী

৫৪৭৯. Question

কিছুদিন আগে বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম। ওযু করেই বাসে উঠি। বাস কিছু দূর যেতেই অপরিচিত এক লোক আমার পাশে এসে বসে। কিছুক্ষণ পর লোকটি আমার মুখে একটি রুমাল চেপে ধরে। ফলে আমি অজ্ঞান হয়ে যাই। আমার সাথে বেশ কিছু টাকা ছিল। সে টাকাগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু আশপাশের লোকজন টের পেয়ে যাওয়ায় নিতে পারেনি। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর পুনরায় ওযু না করেই শুকরিয়া স্বরূপ দুই রাকাত নামায আদায় করি।

পরে সন্দেহ তৈরি হল, পুনরায় ওযু না করে নামায পড়াটা ঠিক হল কি না? তাই মুহতারামের কাছে জানার বিষয় হল, এতটুকু সময় অজ্ঞান হওয়ার কারণে কি আমার ওযু নষ্ট হয়ে গেছে? আর আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? জানালে উপকৃত হব।

Answer

অল্প সময় অজ্ঞান থাকলেও ওযু নষ্ট হয়ে যায়। হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

فِي رَجُلٍ غُشِيَ عَلَيْهِ وَهُوَ جَالِسٌ، قَالَ: يَتَوَضّأُ.

কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় এবং সে বসা অবস্থায়ও থাকে তবেও তার ওযু ভেঙে যাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২০৯০)

ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

إِذَا أَفَاقَ الْمُصَابُ تَوَضّأَ.

অজ্ঞান ব্যক্তি জ্ঞান ফিরে পাওয়ার পর (পবিত্রতা অর্জনের জন্য) ওযু করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২০৯১)

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু নষ্ট হয়ে গেছে। অতএব পরবর্তী দুই রাকাত নফল নামায ওযুবিহীন পড়ার কারণে তা সহীহ হয়নি। আর ওযু না থাকার কারণে নামায শুরুই হয়নি। তাই ঐ নামাযের কাযাও করতে হবে না।

-কিতাবুল আছল ১/১৪৫, ১৮২; শরহু মুখতাসারিত তাহাবী ১/৩৭৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৫৮; আলবাহরুর রায়েক ১/৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৫০

Read more Question/Answer of this issue