Safar 1443 || September 2021

আরিফ - ভোলা

৫৪৭৮. Question

আমার দাঁতের মাড়ি খুব দুর্বল। যে কারণে অনেকসময় আপেল বা শক্ত কোনো খাবারে কামড় দিলে তাতে খুব সামান্য রক্তের ছাপ দেখতে পাই। কিন্তু সাথে সাথে থুথু ফেললে এর সাথে কোনো রক্তের ছাপ দেখতে পাই না। এর কারণে কি আমার ওযু ভেঙে যাবে এবং আমাকে পুনরায় অযু করতে হবে? জানালে খুব ভালো হত।

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী খাবারের সাথে দৃশ্যমান রক্তের পরিমাণ যেহেতু খুবই কম তাই এর দ্বারা ওযু নষ্ট হবে না। ওযু ভঙ্গের জন্য গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হতে হবে। আর থুথুর সাথে রক্ত দেখা দিলে থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি অথবা সমান হতে হবে। নতুবা ওযু ভাঙবে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৩৯, ১৩৪৪; কিতাবুল আছল ১/৪৪; বাদায়েউস সানায়ে ১/১২৫; শরহুল মুনইয়া, পৃ. ১৩২; ফাতাওয়া খানিয়া ১/৩৮; আততাজনীস ওয়াল মাযীদ ১/১৪৭; আদ্দুররুল মুখতার ১/১৩৮

Read more Question/Answer of this issue