Safar 1443 || September 2021

ইবরাহীম - ঢাকা

৫৪৭৭. Question

মুহতারাম! আমি অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে আমার হাত ভেঙ্গে যায়। পরে ডাক্তারের কাছে গেলে তিনি হাতে প্লাস্টার করে দেন। এখন আমি এই প্লাস্টারসহ কীভাবে ওযু করব?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় সম্ভব হলে ওযুর জন্য আপনি সকল অঙ্গ স্বাভাবিক পদ্ধতিতেই ধুবেন আর প্লাস্টার করা হাত মাসেহ করে নেবেন। আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

مَنْ كَانَ بِهِ جُرْحٌ مَعْصُوبٌ فَخَشِيَ عَلَيْهِ الْعَنَتَ، فَلْيَمْسَحْ مَا حَوْلَهُ، وَلاَ يَغْسِلْهُ.

অর্থাৎ ব্যান্ডেজের উপর অযু করতে কারো ক্ষতির অশংকা হলে সে ঐ জায়গাটি না ধুয়ে মাসেহ করে নেবে। (মুসান্নাফে ইবেন আবী শাইবা, বর্ণনা ১৪৫৮)

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬১৮, ৬২৫; কিতাবুল আছল ১/৪২; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪১; আলমাবসূত, সারাখসী ১/৭৪; আলমুহীতুল বুরহানী ১/৩৬০; ফাতহুল কাদীর ১/১৪০; শরহুল মুনইয়া, পৃ. ১১৬; রদ্দুল মুহতার ১/২৭৮

Read more Question/Answer of this issue