Muharram 1443 || August 2021

মিযানুর রহমান - ফুলপুর, মোমেনশাহী

৫৪৭৬. Question

আমার খালু ইন্তিকালের সময় ব্যাংকে তার কিছু টাকা ছিল। তিনি এ টাকার ব্যাপারে কাউকে কিছু বলে যাননি। কিন্তু তার স্ত্রীর (আমার খালার) নামে নমীনি করে গিয়েছেন। হুজুরের কাছে জানার বিষয় হল, উক্ত টাকার হকদার কে হবে? শুধু কি তার স্ত্রী (আমার খালা) এ টাকার মালিক হবে, নাকি অন্যান্য উত্তরাধিকাররাও তার অংশ পাবে?

Answer

ব্যাংকের নমীনি পদ্ধতি রাখা হয় একাউন্টধারীর মৃত্যুর পর যেন নমীনি মৃতের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারে। তাকে মালিক বানানোর জন্য নমীনি করা হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার খালুর ব্যাংকে রেখে যাওয়া টাকা তার সকল উত্তরাধিকারীর মাঝে মিরাছনীতি অনুসারে বণ্টিত হবে। এক্ষেত্রে তার স্ত্রী (আপনার খালা) এককভাবে উক্ত টাকার মালিক হয়ে যাবে না।

-আদ্দুররুল মুখতার ৫/৬৪০; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১০৯২

Read more Question/Answer of this issue