আব্দুল্লাহ আলআফিফ - ঢাকা
৫৪৭৪. Question
আমি উবারে গাড়ি চালাই। কয়েক মাস আগে এক যাত্রী ইনটেক করা একটি নতুন মোবাইল গাড়িতে ফেলে রেখে চলে যায়। মোবাইল পাওয়ার পর আমার সাধ্যমত মালিক খোঁজার চেষ্টা করি। মালিক না পেয়ে আমার পরিচিত একজন গরিব মানুষকে মোবাইলটি সদকা করে দিই। সে মোবাইলটি তার প্রয়োজনে বিক্রি করে ফেলে। ঘটনাক্রমে কিছুদিন আগে সেই যাত্রীর সাথে আমার দেখা হয়। সে আমার কাছে মোবাইলটির মূল্য (২০০০/- টাকা) দাবি করে। সে তাৎক্ষণিক মোবাইলটির মূল্য আদায় করতে না পেরে আমার ঠিকানা এবং মোবাইল নম্বর রেখে দেয়। এখন সে বারবার মোবাইল করে বিরক্ত করছে।
আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে তার মোবাইলের মূল্য পরিশোধ করা কি আমার জন্য জরুরি? যদি জরুরি হয়ে থাকে তাহলে আমি উক্ত গরিব লোকটি থেকে মোবাইলটির মূল্য নিতে পারব?
Answer
হাঁ, প্রশ্নোক্ত অবস্থায় মোবাইল সেটটির মূল্য আপনার আদায় করে দেওয়া জরুরি। এক্ষেত্রে উক্ত গরিব লোকটি যেহেতু পণ্যটি বিক্রি করে ফেলেছে তাই তার থেকে সেটি বা এর মূল্য চাওয়া যাবে না। গরিব লোকটির টাকা আপনার পক্ষ থেকে সাদকা হিসাবে গণ্য হবে। এর সওয়াব আপনি পাবেন।
-কিতাবুল আছল ৯/৫০৬; আলমাবসূত, সারাখসী ১১/৩; তাবয়ীনুল হাকায়েক ৪/২১৬; আলইখতিয়ার ২/৪৯২; মাজমাউল আনহুর ২/৫২৬; আদ্দুররুল মুখতার ৪/২৮০