Muharram 1443 || August 2021

মামুনুর রশিদ - কুষ্টিয়া

৫৪৬৯. Question

আমার এক আত্মীয় দুই বছর আগে বিবাহ করেছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না। স্ত্রী সবসময় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এবং তার হুকুম অমান্য করে। এখন স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে চাচ্ছে না এবং তার থেকে তালাক চাচ্ছে। স্বামী বলেছে, পাঁচ লক্ষ টাকা দিলে সে তাকে খোলা তালাক দেবে।

উল্লেখ্য, বিয়েতে স্ত্রীর মহর ধার্য করা হয়েছিল আড়াই লক্ষ টাকা; যার পুরাটা আকদের পরপরই আদায় করা হয়েছে। এখন হুজুরের কাছে জানার বিষয় হল, খোলা তালাক দেয়ার ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রী থেকে কী পরিমাণ বিনিময় নেয়া বৈধ?

Answer

স্ত্রীর দোষত্রুটির কারণে যদি সংসার ভাঙার উপক্রম হয় এবং স্ত্রী নিজেই স্বামী থেকে তালাক নিতে চায় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে খোলা তালাকের বিনিময়ে কোনো সম্পদ বা টাকা-পয়সা নেয়া জায়েয আছে।

তবে এক্ষেত্রেও মহরের চেয়ে বেশি নেয়া অনুত্তম।

আর যদি স্বামীর দোষের কারণে স্ত্রী তালাক নিতে বাধ্য হয় তাহলে স্বামীর জন্য কোনো কিছু নেয়া জায়েয হবে না। বিশিষ্ট তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

إِذَا جَاءَ الْأَمْرُ مِنْ قِبَلِهَا حَلّ لَهُ مَا أَخَذَ مِنْهَا فَإِنْ جَاءَ مِنْ قِبَلِهِ لَمْ يَحِلّ لَهُ مَا أَخَذَ مِنْهَا.

অর্থাৎ যদি স্ত্রীর দোষের কারণে তালাক হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কিছু নিলে তা বৈধ হবে। আর যদি স্বামীর দোষের কারণে হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কিছু নেয়া জায়েয হবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১১৮২৫)

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি বাস্তবে স্ত্রীর দোষের কারণেই স্ত্রী তালাকের দাবি করে থাকে তাহলে স্বামী খোলা তালাক দিয়ে স্ত্রী থেকে বিনিময় নিতে পারবে। তবে মহর সমপরিমাণ তথা আড়াই লক্ষ টাকা বা তার চেয়ে কম নেয়া উচিত হবে। তার চেয়ে বেশি নেয়া অনুত্তম হবে।

-কিতাবুল আছল ৪/৫৫৮; বাদায়েউস সানায়ে ৩/২৩৫; ফাতহুল কাদীর ৪/৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৮; আদ্দুররুল মুখতার ৩/৪৪৫

Read more Question/Answer of this issue