Muharram 1443 || August 2021

রাশেদ - কুমিল্লা

৫৪৬৮. Question

আম্মুকে নিয়ে আমার আব্বু গ্রামের বাড়ি থাকতেন। আমরা দুই ভাই ঢাকা থাকি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার আব্বু গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। গ্রামের বাড়িতে আমাদের অন্য কোনো আত্মীয়ও নেই। এখন আমার আম্মুর জন্য সেখানে ইদ্দতের সময় একা থাকা কঠিন হয়ে পড়েছে। তিনি কখনও আব্বুকে মনে করে আবার কখনও ভয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। এদিকে আমরাও অফিস থেকে ছুটি পাচ্ছি না। এমতাবস্থায় আমাদের জন্য কি আম্মুকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আমাদের বাসায় নিয়ে আসার কোনো সুযোগ আছে? জানালে খুব উপকৃত হতাম।

Answer

স্বাভাবিক অবস্থায় স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি। বিশেষ ওজর ছাড়া অন্য কোথাও ইদ্দত পালন করা জায়েয নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তালাকের প্রথম আয়াতে ইরশাদ করেছেন-

لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُیُوْتِهِنَّ وَ لَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ.

তাদেরকে (ইদ্দতরত মহিলাকে) তাদের ঘর থেকে বের করে দিও না। আর তারা নিজেরাও যেন বের না হয়। যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। [সূরা তালাক (৬৫)  : ০১]

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মায়ের ওযরটি যেহেতু যথাযথ এবং সে কারণে স্বামীগৃহে থাকা তার জন্য যেহেতু কঠিন হয়ে পড়েছে, তাই তাকে গ্রামের বাড়ি থেকে অন্যত্র নিয়ে আসার সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা ও খেদমতের সুবিধার্থে যেখানেই তিনি স্থানান্তরিত হবেন সেখানেই ইদ্দত পূর্ণ করবেন।

-কিতাবুল আছার, বর্ণনা ৫০৭; শরহু মাআনিল আছার, তহাবী, বর্ণনা ৪৬০০; আলমাবসূত, সারাখসী ৬/৩৪; বাদায়েউস সানায়ে ৩/৩২৬; ফাতাওয়া খানিয়া ১/৫৫৩; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; আলবাহরুর রায়েক ৪/১৫৪; আদ্দুররুল মুখতার ৩/৫৩৬, ৫৩৭

Read more Question/Answer of this issue