Muharram 1443 || August 2021

জুনাইদ - ঢাকা

৫৪৬৭. Question

এক মহিলাকে তার স্বামী এক তালাকে রাজয়ী দিয়েছে। তালাক দেয়ার দেড় মাস পর ঐ ব্যক্তি ইন্তেকাল করেছে। জানার বিষয় হল, এখন ঐ মহিলা কত দিন ইদ্দত পালন করবে? মাসিক হিসেবে যে ইদ্দত পালন করছিল  সেটাই পূর্ণ করবে, নাকি স্বামী-মৃত্যুর ইদ্দত পালন করবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দত চলাবস্থায় ঐ মহিলার স্বামীর ইন্তেকালের কারণে তাকে এখন স্বামী-মৃত্যুর ইদ্দত পালন করতে হবে। অর্থাৎ স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। তালাকের ইদ্দত এখন আর পালন করতে হবে না।

-কিতাবুল আছল ৪/৪১২; আলমাবসূত, সারাখসী ৬/৩৯; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩১; রদ্দুল মুহতার ৩/৫১৩

Read more Question/Answer of this issue