Muharram 1443 || August 2021

নজরুল ইসলাম - বগুড়া

৫৪৬৫. Question

গত সপ্তাহে আমার মামাতো ভাই শাকিলের বিবাহ হয়। বিবাহের পর বউ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাকিলসহ- গাড়ির সবাই মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী মারা যায়। পরদিন শাকিলও মারা যায়। এরপর থেকে শাকিলের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীর জন্য ধার্যকৃত মহর (৫ লক্ষ টাকা) পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে শাকিলের স্ত্রী থেকে তার উত্তরাধিকার সম্পতি চাইলে তারা তা দিতে অসম্মতি জানাচ্ছে। এ নিয়ে বর্তমানে দুই বাড়ির মধ্যে বেশ ঝামেলা চলছে।

মুহতারামের কাছে জানার বিষয় হল, (ক) উক্ত ক্ষেত্রে শাকিল তো সদ্য বিবাহ করেছে মাত্র। তার স্ত্রীর সাথে নির্জনবাসও করতে পারেনি। তারপরও কি তার ওয়ারিসরদেরকে ধার্যকৃত পূর্ণ মহর পরিশোধ করতে হবে?

(খ) শাকিল তার স্ত্রীর উত্তরাধিকার হিসাবে কি কোনো অংশ পাবে?

উল্লেখ্য, এটিই মেয়েটির প্রথম বিবাহ

Answer

(ক) বিবাহের পর নির্জনবাসের পূর্বেও যদি স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একজনের মৃত্যু ঘটে তাহলে পূর্ণ মহর পরিশোধ করা আবশ্যক হয়ে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে শাকিলের পরিত্যক্ত সম্পত্তি থেকে তার স্ত্রীর পূর্ণ মহরই পরিশোধ করা জরুরি। -মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১০৮৯৭; শরহু মুখতাসারিত তাহাবী ৪/৪১২; বাদায়েউস সানায়ে ২/৫৮৪; আলইখতিয়ার ৩/৯১; আলবাহরুর রায়েক ৩/১৪২

(খ) হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে শাকিলের স্ত্রী যেহেতু আগে মারা গিয়েছে তাই শাকিল স্ত্রীর ওয়ারিস (উত্তরাধিকারী) গণ্য হবে। এক্ষেত্রে শাকিল তার স্ত্রীর পরিত্যাক্ত সম্পত্তির ৫০% পাবে। -সূরা নিসা (৪) : ১২; কিতাবুল আছল ৫/৫৮১; আলমাবসূত সারাখসী ২৯/১৪৮; আলবাহরুর রায়েক ৮/৫০৬; আদ্দুররুল মুখতার ৬/৭৯৮

Read more Question/Answer of this issue