Muharram 1443 || August 2021

নাজিমুদ্দীন - ফেনী

৫৪৬৩. Question

আমি কাঠের ব্যবসা করি। বছরের শুরুতে তিন লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। পরিবারের খরচ শেষে বছরের মাথায় এখনো তিন লক্ষ টাকা বা তার চেয়ে কমবেশি অবশিষ্ট আছে। দুই লক্ষ টাকার মত কাঠ আছে আর দেড় লক্ষ টাকা বিভিন্ন জনের কাছে পাওনা আছি। জানার বিষয় হল, আমার উপর কি যাকাত ফরয? যে টাকাগুলো পাওনা আছি সেগুলোরও কি যাকাত আসবে?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় আপনার উপর যাকাত ফরয। কারণ ব্যবসার পণ্যের মূল্য নেসাব পরিমাণ হলে তাতে যাকাত ফরয হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকানে বিদ্যমান কাঠ বাবদ দুই লক্ষ টাকার যাকাত আপনাকে বছর শেষে আদায় করে দিতে হবে।

আর বিক্রিত পণ্যের বকেয়া মূল্যও যেহেতু যাকাতের ক্ষেত্রে হিসাবযোগ্য। তাই উক্ত দেড় লক্ষ টাকার যাকাতও আপনাকে আদায় করতে হবে। তবে এক্ষেত্রে আপনি চাইলে এই টাকা হস্তগত হওয়ার আগেই নিজ থেকে তার যাকাত আদায় করে দিতে পারেন। অথবা টাকা হস্তগত হওয়ার পরও আদায় করতে পারেন। সেক্ষেত্রে পেছনের কোনো বছরের যাকাত অনাদায়ী থাকলে ঐ বছরের যাকাতও দিতে হবে।

-কিতাবুল আছল ২/৯৭; আলমাবসূত, সারাখসী ২/১৯০; খিযানাতুল আকমাল ১/২৮২; বাদায়েউস সানায়ে ২/১১০; আলবাহরুর রায়েক ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯

Read more Question/Answer of this issue