Muharram 1443 || August 2021

মাহবুব - মালিবাগ

৫৪৬১. Question

আমাদের এলাকার এক লোক মারা যান। আমি তার জানাযায় শরীক হই। আমার যেতে বিলম্ব হওয়ায় আমি প্রথম তাকবীর পাইনি। দ্বিতীয় তাকবীরের পর শরীক হই। কিন্তু বিষয়টা আমার জানা ছিল না বিধায় আমি স্বাভাবিকভাবে নামায চালিয়ে যাই। আমার দ্বিতীয় তাকবীরের পর ইমাম সালাম ফিরালে বুঝতে পারলাম আমি প্রথম দুই তাকবীর পাইনি। তখন আমি দ্রুত দুই তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামায পূর্ণ করি। এরপর খাটিয়া উঠানো হয়। এখন জানার বিষয় হল, আমার আদায়কৃত জানাযা নামায সহীহ হয়েছে কি?

Answer

হাঁ, আপনার জানাযা নামায আদায় হয়েছে।

উল্লেখ্য, জানাযা শুরু হওয়ার পর প্রথম তাকবীর না পেলে সে ব্যক্তি মাসবুক গণ্য হবে। সুতরাং সে যদি বুঝতে পারে যে ইমাম কত তম তাকবীরে আছেন তবে সে ঐ তাকবীরের নির্ধারিত দুআ পড়বে, অন্যথায় শুরু থেকে দুআ পড়বে। অতঃপর ইমাম সালাম ফিরালে খাটিয়া জমিন থেকে ওঠানোর আগে আগে ছুটে যাওয়া তাকবীর পূর্ণ করবে। সময় না থাকলে শুধু তাকবীরগুলো আদায় করবে। এক্ষেত্রে দুআ পড়া জরুরি নয়। তবে খাটিয়া উঠিয়ে নেয়ার পূর্বে দুআসহ তাকবীরগুলো বলার মত সময় পেলে তাকবীরের সাথে দুআও পড়ে নেবে।

-কিতাবুল আছল ১/৩৫১; আলমুহীতুল বুরহানী ৩/৭৮; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৫৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৪-৫; রদ্দুল মুহতার ২/২১৬

Read more Question/Answer of this issue