সাদিক হুসাইন - সাভার
৫৪৬০. Question
একদিন যোহরের নামাযে ইমামের সাথে প্রথম রাকাত ছুটে যাওয়ায় দ্বিতীয় রাকাতে শরীক হই। ইমাম সাহেব ভুলে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহু সিজদা করেন। আমি তার সাথে সাহু সিজদা করি। এরপর ফাতিহার পর অন্য সূরা না পড়ে ভুলে রুকুতে চলে যাই। তাই আমি দ্বিতীয়বার সাহু সিজদা করে নামায শেষ করি। জানার বিষয় হল, উক্ত অবস্থায় দ্বিতীয়বার সাহু সিজদা করা ঠিক হয়েছে, নাকি ইমামের সাথে কৃত সাহু সিজদা আমার জন্য যথেষ্ট ছিল?
Answer
মাসবুক ছুটে যাওয়া নামায আদায়ের ক্ষেত্রে মুনফারিদ তথা একাকী নামায আদায়কারীর হুকুমে। তাই ইমামের সাথে সাহু সিজদা করলেও মাসবুক হিসেবে ছুটে যাওয়া নামায আদায় করার সময় সাহু সিজদার কারণ পাওয়ার গেলে পুনরায় সাহু সিজদা করতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয়বার সাহু সিজদা করা ঠিক হয়েছে।
-কিতাবুল আছল ১/২০১; আলমাবসূত, সারাখসী ১/২২৫; ফাতহুল কাদীর ৫২৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৬; আলবাহরুর রায়েক ২/১০৮