Muharram 1443 || August 2021

আব্দুর রহমান - খুলনা

৫৪৫৮. Question

আমার দাদা হার্টের রোগী। গত শুক্রবার দুপুর বারোটার দিকে তার বুকে ব্যথা শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাই তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। হাসপাতালে নেওয়ার পথে জুমার নামাযের সময় হয়ে যায়। হাসপাতলে পৌঁছে দেখি জামাত দাঁড়িয়ে গেছে। আমার দাদার অবস্থা এতটা খারাপ ছিল যে, তাকে ঐ মুহূর্তে ইমার্জেন্সিতে ভর্তি না করে জামাতে শরীক হলে বড় ধরনের ক্ষতির প্রবল আশঙ্কা ছিল। তখন আমি ছাড়া যেহেতু তার সাথে কেউ ছিল না, তাই জামাতে শরীক না হয়ে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করি। তাকে ডাক্তারের কাছে সোপর্দ করার পর যোহরের নামায আদায় করি।

জানার বিষয় হল, উক্ত পরিস্থিতিতে কি জুমা আদায় না করে তাকে ডাক্তারের কাছে সোপর্দ করার পর যোহরের নামায আদায় করা শরীয়তসম্মত হয়েছে?

Answer

প্রশ্নোক্ত পরিস্থিতিতে আপানার দাদার অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে আপনার জন্য জুমায় শরীক না হয়ে তাকে হাসপাতালে নেওয়া ঠিক হয়েছে। এক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য ছিল। যা আপনি আদায় করেছেন। এ কারণে আপনার গোনাহ হবে না, ইনশাঅল্লাহ। জুমা না পাওয়ায় পরবর্তীতে যোহর আদায় করাও নিয়মসম্মত হয়েছে।

-হালবাতুল মুজাল্লী ২/৫৩৫; শরহুল মুনইয়া, পৃ. ৫৪৯; আলবাহরুর রায়েক ২/১৫২; আলজাওহারাতুন নাইয়িরা ১/১১৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৭৫; আদ্দুররুল মুখতার ২/১৫৩

Read more Question/Answer of this issue