Muharram 1443 || August 2021

নাজিমুদ্দীন - পান্থপথ, ঢাকা

৫৪৫৭. Question

কিছুদিন আগে এক মসজিদে জুমা পড়তে যাই। দরজার পাশে একটি জুতার বাক্সে জুতা রেখে নামাযে দাঁড়াই। নামায চলাবস্থায় এক চোর আমার জুতা নিয়ে পালিয়ে যায়। যার মূল্য ছিল ১৭০০ টাকা। আমি টের পাওয়া মাত্রই নামায ছেড়ে দিই এবং তাকে ধরার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে ধরতে পরিনি। ততক্ষণে জামাত শেষ হয়ে যায়। পরে আমি বাসায় গিয়ে যোহর আদায় করি।

জানার বিষয় হল, উক্ত কারণে জুমার নামায ছেড়ে দেয়া জায়েয হয়েছে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য নামায ছেড়ে দেওয়া অন্যায় হয়নি। কারণ নামায অবস্থায় মোটামুটি মূল্যের কোনো জিনিস নষ্ট কিংবা চুরি হওয়ার আশঙ্কা হলে এর হেফাজতের জন্য নামায ছেড়ে দেয়া জায়েয আছে।

-মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৩২৯১; শরহুল মুনইয়া, পৃ. ৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪০৬; আদ্দুররুল মুখতার ২/৫১

Read more Question/Answer of this issue