খালেদ মানসূর - ফুলপুর
৫৪৫৫. Question
আমার এক আত্মীয়া প্রতি মাসে সাত দিন অপবিত্র থাকে। এ মাসে ৫ দিন টানা অপবিত্র ছিল। এরপর থেকে স্রাব বন্ধ আছে। এখন সে কি অভ্যাস অনুযায়ী অপেক্ষা করবে, নাকি প্রত্যেক ওয়াক্তের নামায পড়তে থাকবে? এ অবস্থায় তার জন্য স্বামীর সাথে মিলন কি জায়েয হবে? দয়া করে জানাবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে সাত দিনের আগেই তার স্রাব বন্ধ হলেও গোসল করে সে নামায পড়তে থাকবে।
তবে এ অবস্থায় সাত দিন অতিবাহিত হওয়া পর্যন্ত স্বামীর সাথে মিলন বন্ধ রাখবে। অভ্যাস অনুযায়ী সাত দিন অতিবাহিত হওয়ার পর স্রাব দেখা না দিলে এর পর থেকে তার জন্য স্বামীর সাথে মিলন জায়েয হবে।
-কিতাবুল আছল ২/৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯; মাজমুউ রাসাইলি ইবনি আবিদীন ১/৯২