Muharram 1443 || August 2021

তাওহীদ - ভোলা

৫৪৫৪. Question

আমাদের গ্রামের ঈদগাহে ঈদের নামায পড়ছিলাম। এমন সময় একটি কবুতর এসে আমার জামায় বিষ্ঠা ছাড়ে। উক্ত কবুতরের বিষ্ঠাসহই আমি নামায শেষ করি।

আমার জানার বিষয় হল, শরীরে কবুতরের বিষ্ঠাসহ ঈদের নামায সহীহ হয়েছে কি?

Answer

হাঁ, আপনার ঈদের নামায সহীহ হয়েছে। কেননা কবুতর ও এধরনের হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। তাই উক্ত অবস্থায় ঈদের নামায সম্পন্ন করা সহীহ হয়েছে।

প্রকাশ থাকে যে, কবুতরের বিষ্ঠা নাপাক না হলেও এধরনের ময়লা নামাযের আগে লাগলে এবং তা ধোয়া সম্ভব হলে ধুয়ে নেওয়াই উচিত।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬১, ১২৬৪; বাদায়েউস সানায়ে ১/১৯৭; আলমুহীতুল বুরহানী ১/৩৬৪; শরহুল মুনইয়া, পৃ. ১৪৯; আলবাহরুর রায়েক ১/২৩০; আদ্দুররুল মুখতার ১/৩২০

Read more Question/Answer of this issue