Zilhajj 1442 || July 202

সালমান - পাবনা

৫৪৫৩. Question

বিভিন্ন হোটেলে খাওয়ার পর হাত মোছার জন্য বা কোনো খাবার পেঁচিয়ে দেওয়ার জন্য পত্রিকার কাগজ কেটে রেখে দেওয়া থাকে। আবার অনেক দোকানে কোনো কিছু দেওয়ার জন্য পুরাতন বই-খাতার পৃষ্ঠা দিয়ে বানানো ঠোঙ্গা ব্যবহার করা হয়। এভাবে পত্রিকা, বই-খাতার পৃষ্ঠা বা লিখিত কোনো কাগজ হাত মোছা বা কোনো কিছু পেঁচিয়ে দেওয়ার কাজে ব্যবহার করার হুকুম কী? এতে কোনো গুনাহ হবে কি না? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

কাগজ ইলম অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর সম্মান ও আদব রক্ষা করা কর্তব্য। কোনো বই-খাতা বা পত্রিকার কাগজও এই ধরনের কাজে ব্যবহার করা অনুত্তম। তাই এসব ক্ষেত্রে কাগজের ব্যবহার থেকে বিরত থাকা উচিত। পড়ার অনুপযুক্ত বা কাজে আসে নাÑ এমন কাগজ পুড়িয়ে ফেলবে।

Ñআলমুহীতুল বুরহানী ৮/১২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/২১৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ৬/৩৮৬

Read more Question/Answer of this issue