শাহাদাত হুসাইন - উত্তরা, ঢাকা
৫৪৫২. Question
আমরা তিন ভাই। প্রতি বছর কুরবানীর ঈদে তিন ভাই মিলে সাত শরীকে একটা গরু কুরবানী দিই। আমার এক ভাগ, বাকি ছয় ভাগ আমার দুই ভায়ের। এ বছর আমাদের সিদ্ধান্ত ছিল, আমরা ৫৫-৬০ হাজার টাকার ভেতর গরু ক্রয় করব। কিন্তু হাটে এই দামে গরু না পাওয়ায় আমার দুই ভাই ৯০ হাজার টাকা দিয়ে একটা গরু ক্রয় করে। সাত শরীক হিসেবে প্রতি শরীকে প্রায় ১৩ হাজার টাকা করে পড়ে, যা আমার জন্য কষ্ট্যসাধ্য ছিল। তাই আমার মেজ ভাই আমার থেকে ৮ হাজার টাকা নিয়ে বাকি টাকা তিনি দিয়ে দেন। কিন্তু এর বিনিময়ে আমার শরীক থেকে তিনি কোনো ভাগ নেননি। জানার বিষয় হল, আমার শরীকের কিছু টাকা আমার ভাই দিয়ে দেয়ার কারণে আমার কুরবানী আদায়ে কোনো সমস্যা হয়েছে কি?
Answer
প্রশ্নোক্ত কুরবানী সহীহ হয়েছে। এক্ষেত্রে আপনার ভাই আপনার অংশের বাকি টাকা আপনাকে হাদিয়া দিয়েছেন বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে হাদিয়া লেনদেনে কোনো সমস্যা নেই।
Ñইমদাদুল আহকাম ৪/২৪৯