Zilhajj 1442 || July 202

কামরুল ইসলাম - ঢাকা

৫৪৫০. Question

আমাদের পাশের মহল্লায় একটি মাদরাসা আছে। আমি সাধারণত জুমা এবং ঈদের নামায ঐ মাদরাসা মসজিদে পড়ি। সেখানে কুরবানীর ঈদের নামায আমাদের মহল্লার প্রায় পৌনে এক ঘণ্টা আগে পড়া হয়। নামাযের পর হুজুরকে বলে কোনো একজন ছাত্রকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসি। সে আমাদের গরু জবাই করে দেয়। জানার বিষয় হল, মহল্লার মসজিদে নামায শেষ হওয়ার আগে কি আমি কুরবানী দিতে পারব? (উল্লেখ্য, উভয় মহল্লা একই এলাকা অর্থাৎ মুহাম্মাদপুরের অন্তভুর্ক্ত)

Answer

প্রশ্নোক্ত অবস্থায় আপনার মহল্লা যেহেতু মুহাম্মাদপুরের ভেতরেই সুতরাং আপনার মহল্লায় নামায শেষ হওয়ার আগেও কুরবানী করতে পারবেন। কারণ, একটি গ্রাম, শহর বা একটি এলাকার কোনো এক জায়গায় ঈদের নামায আদায় হয়ে গেলেই ঐ পুরো এলাকাবাসীর জন্য কুরবানী করা জায়েয হয়ে যায়। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের মহল্লা ভিন্ন হলেও মুহাম্মাদপুর এলাকারই অন্তভুর্ক্ত।

Ñবাদায়েউস সানায়ে ৪/২১১; আলমুহীতুল বুরহানী ৮/৪৬৩; আলইখতিয়ার ৪/২৬২; ফাতহুল কাদীর ৮/৪৩১; রদ্দুল মুহতার ৬/৩১৮

Read more Question/Answer of this issue