Zilhajj 1442 || July 202

ইমদাদুল্লাহ - হেমায়েতপুর

৫৪৪৮. Question

আমি ঢাকা থেকে সাভার যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় একটি বাসে আরোহণ করি।  কিন্তু তা মাত্র দুই মাইল দূরে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়, যা মেরামত করতে অনেক সময়ের প্রয়োজন। কন্ডাকটর সবার কাছে ৫ টাকা করে ভাড়া চাইলে কেউ তা দেয়নি। সবাই চলে যায়। আমিও ভাড়া না দিয়ে চলে আসি। আমার জন্য ভাড়া না দেওয়া ঠিক হয়েছে কি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে স্থানে গাড়িটি নষ্ট হয়েছে ঐ পরিমাণ পথের সাধারণ ভাড়া পরিশোধ করা জরুরি। সুতরাং এটুকু পথের ভাড়া যদি ৫ টাকা হয়ে থাকে তাহলে তা দেওয়া আবশ্যক ছিল। এখন আপনার কর্তব্য হল, ঐ টাকা গাড়িওয়ালাকে পেঁৗছে দেওয়া। আর তা পৌঁছানো সম্ভব না হলে তার পক্ষ থেকে সদকা করে দেওয়া।

Ñফাতাওয়া তাতারখানিয়া ১৫/২৫৯; আলহাবিল কুদসী ২/৮০; শরহুল মাজাল্লা, আতাসী ২/৬৩৫

Read more Question/Answer of this issue