জাহিদ হাসান - বাড্ডা
৫৪৪৬. Question
আমি এক লোককে ৫ লাখ টাকা ঋণ দিই। সে আমার কাছে তার একটি আমবাগান বন্ধক রেখেছে। বাগানে যে আম হয় সে তা নিয়ে যায়। এবার আমের সিজনে সে আমাকে দুইটি গাছের আম খাওয়ার অনুমতি দিয়েছে। আমার জন্য উক্ত গাছদুটির আম খাওয়া জায়েয হবে কি?
Answer
না, বন্ধকী বাগানের আম ভোগ করা জায়েয হবে না। কেননা, বন্ধকী সম্পত্তি থেকে বন্ধক গ্রহিতার সুবিধা ভোগ করা নাজায়েয। এটি ঋণ দিয়ে সুদ গ্রহণের মতই বিষয়। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। আপনি শুধু আপনার দেওয়া ঋণের টাকা ফেরত পাবেন। বন্ধকী সম্পত্তি থেকে বা অন্য কোনোভাবে সুবিধা ভোগ করতে পারবেন না।
Ñমুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৫০৭১; গামযু উয়ূনিল বাসাইর ৩/২৪৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২৩৬; রদ্দুল মুহতার ৬/৪৮২; মাজমূআতু রাসাইলিল লাখনবী ৩/৪১৩