সানাউল্লাহ - যাত্রাবাড়ী, ঢাকা
৫৪৪৫. Question
আমার প্রতিবেশী ব্যবসায়ী রাজশাহীতে আম আনতে গেলে আমিও তাকে এক ট্রাক সমপরিমাণ আম কেনার জন্য টাকা প্রদান করি এবং একথা বলি যে, আম কেনার পর তোমাকে পৌঁছাতে হবে না। কারণ আমার লোক গিয়ে তা নিয়ে আসবে। অতঃপর সে আম ক্রয় করে বুঝে নেয় এবং আমার নামে রিসিটও কাটে। কিন্তু ঘটনাক্রমে আমার লোক আর যায়নি। এদিকে পাইকার বারবার ফোন দিয়ে আম নেওয়ার ব্যবস্থা করতে বলছিল। একপর্যায়ে আমি বিক্রেতাকে বলি যে, ভাই একটু কষ্ট করে আমগুলো ট্রান্সপোর্ট কোম্পানীর মাধ্যমে পাঠিয়ে দিন। অতঃপর সে তাই করে। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে। তা হচ্ছে, আমার আম বোঝাই কার্গোটি পথিমধ্যে কঠিনভাবে এক্সিডেন্ট করে, ফলে আম আর পাওয়া যায়নি। হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, এ অবস্থায় পাইকারের কাছ থেকে কি আমি টাকা ফেরত পাব না? কারণ আমি তো আম হাতে পাইনি।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার জন্য বিক্রেতার কাছে ঐ আমের ক্ষতিপূরণ দাবি করা জায়েয হবে না। কেননা, আপনার প্রতিবেশী ব্যবসায়ী আপনার পক্ষ থেকে আম কিনে তা বুঝে নিয়েছে। পরবর্তীতে আপনি আমগুলো পাঠানোর জন্য বিক্রেতার কাছে সহযোগিতা চেয়েছেন এবং সে তার দায়িত্বও যথাযথ পালন করেছে। এক্ষেত্রে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কারণে যে ক্ষতি হয়েছে তার দায়ভার আড়তদারের উপর বর্তাবে না; বরং ক্ষতি আপনার নিজেরই ধর্তব্য হবে।
Ñআলমুহীতুল বুরহানী ১৫/৫৮; মুখতারাতুন নাওয়াযিল ৪/১৬৫; ফাতাওয়া তাতারখানিয়া ১২/৩২৯; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৪৮০; আদ্দুররুল মুখতার ৫/৫১৬