মুহাম্মাদ - রামপুরা, ঢাকা
৫৪১২. Question
একটি পাপ কাজ বারবার আমার দ্বারা সংঘটিত হচ্ছিল। চেষ্টা করেও তা থেকে বাঁচতে পারছিলাম না। একবার দৃঢ় সংকল্প করে বলি, ভবিষ্যতে কখনো এ কাজটি করব না; করলে লাগাতার দশ দিন রোযা রাখব। পরবর্তীতে শয়তানের ধোঁকায় কাজটি আবার করে ফেলি। কিন্তু শারীরিক কিছু অসুস্থতার কারণে বর্তমানে লাগাতার দশ দিন রোযা রাখা আমার জন্য কষ্টকর। জানার বিষয় হল, এখন আমাকে কী করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দুই ভাবে ঐ কাফফারা আদায় করতে পারেন। হয়ত লাগাতার দশ দিন রোযা রাখবেন। অথবা চাইলে কসমের কাফফারা আদায় করবেন। কসমের কাফফারা হল, দশ জন মিসকীনকে দুই বেলা তৃপ্তিসহকারে খাবার খাওয়ানো অথবা তাদেরকে এক জোড়া করে পরিধেয় বস্ত্র দান করা। উল্লেখ্য, উপরের দুই পদ্ধতির কোনো এক পদ্ধতিতে কসমের কাফফারা আদায় করা হলে সেক্ষেত্রে আর রোযা রাখতে হবে না।
Ñআলমাবসূত, সারাখসী ৮/১৩৫; মুখতারাতুন নাওয়াযিল ২/২৪৫; আলমুহীতুল বুরহানী ৬/৩৫১; আলবাহরুর রায়েক ৪/২৯৫; আদ্দুররুল মুখতার ৩/২৩৮