Zilqad 1442 || June 2021

কামরুল ইসলাম - সাভার

৫৪১১. Question

বিবাহের পর থেকে লক্ষ্য করছি, আমার স্ত্রী তার স্কুলের এক সহপাঠী ছেলের সাথে ফোনে কথা বলে। বিষয়টি আমার ভালো লাগে না। আমি তাকে কয়েকবার বারণ করেছি, কিন্তু সে শোনে না। একদিন রাগের মাথায় বলি, ‘তুমি যদি আগামীতে তার সাথে কথা বল তাহলে তুমি তালাক। এরপর থেকে তাকে ছেলেটির সাথে কথা বলতে দেখিনি। কয়েকদিন আগে তার স্মার্ট ফোনটি হাতে নিয়ে দেখি এখনো সে তার সাথে মেসেঞ্জারের মাধ্যমে লেখা আদান-প্রদান করে। তাকে জিজ্ঞাসা করলে বলে, তার সাথে কথা বলিনি, শুধু তার লেখার জবাব দিয়েছি।

আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি আমার স্ত্রীর উপর তালাক পতিত হয়ে গিয়েছে?

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানের দ্বারা আপনার স্ত্রীর উপর শর্তযুক্ত তালাকটি পতিত হয়নি। কারণ, শর্ত ছিল কথা বললে তালাক হয়ে যাবে। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে মোবাইলে বার্তা আদান-প্রদান করা হয়েছে, কথা বলা হয়নি। সুতরাং আপনাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে।

Ñআলমাবসূত, সারাখসী ৯/২৩; বাদায়েউস সানায়ে ৩/৭৮; ফাতাওয়া খানিয়া ২/১০৩; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ২৫৮; ফাতহুল কাদীর ৪/৪১৮; আদ্দুররুল মুখতার ৩/৭৯২

Read more Question/Answer of this issue