Zilqad 1442 || June 2021

শারমিন - ঢাকা

৫৪১০. Question

আমার একজন বান্ধবী ছিল হিন্দু। সে বিবাহিতা ছিল। অনেকদিন যাবৎ আমরা কয়েক বান্ধবী মিলে তাকে মুসলমান বানানোর চেষ্টা করছিলাম। অবশেষে আল্লাহর রমহতে গত দুই মাস পূর্বে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার পরিবার বিষয়টি জানতে পেরে তাকে হত্যার হুমকি দেয়। তাই সে তাদের বাসায় না গিয়ে আমার সাথে আমাদের বাসায় থাকে। আমরা তাকে আমাদের পরিবারের সদস্য বানিয়ে নিই। আমি আমার ভাইকে আমার বান্ধবীটিকে বিয়ে করার জন্য রাজি করাই। হুজুরের কাছে জানতে চাই, আমার বান্ধবী আমার ভাইয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কি তাকে ইদ্দত পালন করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তিন হায়েয পার হওয়ার পর ঐ মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

Ñকিতাবুল আছল ১০/২১৯, ২২৪; আলবাহরুর রায়েক ৩/২১৩; আননাহরুল ফায়েক ২/২৮৮; রদ্দুল মুহতার ৩/১৯১; ফাতাওয়া উসমানী ২/২৬৫

Read more Question/Answer of this issue