আফীফা - খিলক্ষেত, ঢাকা
৫৪০৯. Question
আমার স্বামী এবং আমাদের ছোট মেয়েটিসহ আমরা ঢাকায় থাকি। আমার স্বামী অল্প বেতনের একটা চাকরি করতেন। তার টাকায় সংসার চালাতে কষ্ট হয়ে যেত বলে আমিও একটা চাকরি করি। কিছুদিন আগে তিনি রোগাক্রান্ত হয়ে মারা যান। সংসারের যাবতীয় খরচ এখন আমার উপর। অথচ এই চাকরি ছাড়া অর্থ উপার্জনের আর কোনো পথ নেই আমার। হুযুরের কাছে জানতে চাই, এমতাবস্থায় ইদ্দত চলাকালীন সময়েও আমি চাকরির জন্য বের হতে পারব কি?
উল্লেখ্য, আমার অফিস টাইম বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী বাস্তবেই যদি এ চাকরি ছাড়া জীবিকা উপার্জনের আর কোনো পথ আপনার না থাকে তাহলে ইদ্দত চলা অবস্থায়ও আপনি পূর্ণ পর্দা-পুশিদার সাথে চাকরির জন্য বের হতে পারবেন। তবে রাতে অবশ্যই বাসায় ফিরে আসতে হবে। অন্য কোথাও রাত্রীযাপন করা জায়েয হবে না।
Ñশরহু মাআনিল আছার, তহাবী ২/৪৭; কিতাবুল আছল ৪/৪০৫; বাদায়েউস সানায়ে ৩/৩২৪; ফাতাওয়া খানিয়া ১/৫৫৩; ফাতহুল কাদীর ৪/১৬৬; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩৪