Zilqad 1442 || June 2021

আব্দুল মান্নান - বাঘেরহাট

৫৪০৭. Question

আমার ছেলে দুবাই থাকে। কিছুদিন হল, এক জায়গায় তার বিবাহ ঠিক করেছি। এদিকে কাছাকাছি সময়ে তার আসার সুযোগ নেই। আবার বিলম্ব হলে কনে-পক্ষ অন্যত্র বিবাহ ঠিক করে ফেলার সম্ভাবনা অনেক বেশি। তাই চাচ্ছি, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন করে ফেলতে। সম্মানিত মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে ইজাব-কবুল সম্পন্ন করার দ্বারা কি বিবাহ সহীহ হবে? জানালে উপকৃত হব।

Answer

বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধিরা একত্রিত হয়ে দুজন সাক্ষীর সামনে সরাসরি ইজাব-কবুল করা শর্ত। তাই ভিডিও কলের মাধ্যমে বর-কনে পৃথক স্থানে থেকে ইজাব-কবুল করলে বিবাহ সহীহ হবে না। তবে এক্ষেত্রে ছেলে কাউকে উকিল তথা বিবাহের প্রতিনিধি বানিয়ে দিলে সেই উকিল ছেলের পক্ষ থেকে বিবাহের মজলিসে ইজাব বা কবুল করতে পারবে।

Ñবাদায়েউস সানায়ে ২/৪৯০; আলমুহীতুল বুরহানী ৪/৩৭, ৮৩; খুলাসাতুল ফাতাওয়া ২/৪৮; আলবাহরুর রায়েক ৩/৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৮; আননাহরুল ফায়েক ২/১৭৮; আদ্দুররুল মুখতার ৩/১৪; ফিকহুন নাওয়াযিল ৩/৩৪৪

Read more Question/Answer of this issue