Zilqad 1442 || June 2021

মানাকিব আহসান - মোমেনশাহী

৫৪০৪. Question

আমার হজ্বের সফরে বিমানের ফ্লাইট ছিল রাত ১টায়। আমি রাত ৮টার দিকে বাসায় ইহরাম বাঁধি। ইহরামের আগে টুপি মাথায় দিয়ে ইহরামের জন্য দুই রাকাত নামায পড়ি। কিন্তু নামাযের পর সেই টুপি খুলতে ভুলে যাই। ফলে ইহরাম বাঁধার সময় সেই টুপি আমার মাথায় রয়ে যায়। বিমানবন্দরে পৌঁছার পর রাত ১২টার দিকে এক ব্যক্তি বলার কারণে সেই টুপি খুলি।

মুহতারামের কাছে জানার বিষয় হল, ইহরাম বাঁধা অবস্থায় এতটুকু সময় (রাত আটটা থেকে বারোটা) মাথায় টুপি পরার দ্বারা কি আমার উপর কোনো কিছু ওয়াজিব হয়েছে? জানালে উপকৃত হবো।

Answer

ইহরাম অবস্থায় ১২ ঘণ্টার চেয়ে কম সময় মাথা ঢেকে রাখলে একটি সদকায়ে ফিতির পরিমাণ দেওয়া ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ১২ ঘণ্টার চেয়ে কম সময় টুপি পরেছিলেন, তাই আপনার উপর সদকা ওয়াজিব হয়েছে। সুতরাং আপনি সদাকাতুল ফিতির পরিমাণ টাকা গরীবকে দিয়ে দিবেন।

Ñআলমাবসূত, সারাখসী ৪/১২৬; আলমুহীতুল বুরহানী ৩/৪৩০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৮০; আলবাহরুর রায়েক ৩/৬; আদ্দুররুল মুখতার ২/৫৪৭; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩০৭

Read more Question/Answer of this issue