সাইফুল ইসলাম - কুমিল্লা
৫৪০১. Question
আমি প্রতি বছর যাকাত আদায় করি। এ বছর আমার পরিচিত রিকশা চালককে যাকাত দিই। যাকাত দেওয়ার আগে আমি তার সম্পর্কে জানতাম যে, তার যাকাতযোগ্য কোনো সম্পদ নেই, খুব অভাবের মধ্যে আছে। পরিবারের খরচ চালাতে খুব কষ্ট হয়। মোটকথা, আমি তাকে যাকাত গ্রহণের উপযুক্ত মনে করতাম। কয়েকদিন আগে জানতে পারলাম, তার তিনটা সমিতিতে একাউন্ট আছে। একটিতে ত্রিশ হাজার টাকা অপর দুটিতে পনের হাজার টাকা করে আছে। এগুলো সে বিভিন্ন মেয়াদে রেখেছে।
আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তিকে যাকাত দেওয়ার দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে, নাকি পুনরায় আদায় করতে হবে?
Answer
কাউকে যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ভেবে যাকাত দেওয়ার পর যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে, লোকটি যাকাত গ্রহণের উপযুক্ত ছিল না; তাহলে দাতার যাকাত আদায় হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু তাকে যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র মনে করেই যাকাতের সম্পদ দিয়েছিলেন তাই তা আদায় হয়ে গেছে। আপনাকে উক্ত যাকাত পুনরায় আদায় করতে হবে না। অবশ্য এ ধরনের ব্যক্তির জন্য জেনেশুনে যাকাতের সম্পদ গ্রহণ করা জায়েয হবে না। কখনো নিয়ে নিলে তা যাকাত গ্রহণের উপযুক্ত কাউকে দিয়ে দেওয়া আবশ্যক।
Ñসহীহ বুখারী, হাদীস ১৪২১; উমদাতুল কারী ৮/১৮৭; আলমাবসূত, সারাখসী ১০/১৮৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; তাবয়ীনুল হাকায়েক ১/১২৭; ফাতহুল কাদীর ২/২১৪; আলবাহরুর রায়েক ২/২৪৭