Zilqad 1442 || June 2021

মাসুম বিল্লাহ - সাতক্ষীরা

৫৩৯৭. Question

আমরা মধু ব্যবসায়ী। বছরের বিভিন্ন সময়ে সুন্দরবনে চাক থেকে মধু সংগ্রহ করতে যাই। গত সিজনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তা হল, একটা হিংস্র বাঘ আমাদের এক সাথীর উপর আক্রমণ করে তাকে নিয়ে পালিয়ে যায়। আমরা তাকে খুঁজতে থাকি একপর্যায়ে তার শরীরের ছিন্ন-ভিন্ন কিছু অংশ উদ্ধার করতে সক্ষম হই। আমরা তার  একটি পা, একটি হাত ও পাজরের কিছু অংশ এবং মাথা পাই। এগুলো উদ্ধারের পর আমরা তার শরীরের উদ্ধারকৃত অংশগুলো গোসল না দিয়ে এবং জানাযা না পড়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিই।

আমার জানার বিষয় হল, আমাদের জন্য তার শরীরের অংশগুলো গোসল না দিয়ে জানাযা না পড়ে কাপড় পেঁচিয়ে দাফন করা কী শরীয়তসম্মত হয়েছে?

Answer

মৃতের মাথাসহ শরীরের অর্ধেক পাওয়া গেলেও তার গোসল ও জানাযা পড়া জরুরী। প্রশ্নের বর্ণনা মতে ঐ ব্যক্তির শরীরের মাথা সহ যেসব অংশ পাওয়া গিয়েছে সেগুলো অর্ধেকের চেয়েও কম। তাই ঐ অঙ্গ-প্রত্যঙ্গগুলো গোসল না দিয়ে এবং জানাযা না পড়ে দাফন করে দেওয়া শরীয়তসম্মত হয়েছে।

Ñআলমাবসূত, সারাখসী ২/৫৪; বাদায়েউস সানায়ে ২/২৯; হালবাতুল মুজাল্লী ২/৬০৮; মারাকিল ফালাহ, পৃ. ৩১৯; রদ্দুল মুহতার ২/১৯৯

Read more Question/Answer of this issue