Zilqad 1442 || June 2021

মামুনুর রশীদ - যাত্রাবাড়ি

৫৩৯৫. Question

আমাদের প্রতিবেশী জনাব রহীম মিঞা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে পনের দিন আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে ভর্তি থাকাকালীন তার জ্ঞান ছিল বটে তবে তার কোনো ধরনের নড়াচড়া করার ক্ষমতা ছিল না। তিনি ইশারা করে নামায পড়তেও অক্ষম ছিলেন। এ সময়ে তার মোট পনের দিনের নামায কাযা হয়ে গেছে। বর্তমানে আলহামদু লিল্লাহ তিনি সুস্থ হয়ে উঠেছেন।

আমার জানার বিষয় হল, তার অসুস্থ থাকাকালীন উক্ত পনের দিনের নামায কি এখন কাযা করতে হবে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত সময় বাস্তবেই যদি মাথা নেড়ে ইশারা করে নামায পড়ার ক্ষমতাও ঐ ব্যক্তির না থেকে থাকে, তাহলে তার উক্ত অসুস্থ অবস্থার (পনের দিনের) নামায কাযা করতে হবে না। কেননা ইশারা করেও নামায পড়ার ক্ষমতা হারিয়ে ফেললে তখন আর নামায ফরয থাকে না। কিন্তু যদি শুধু ঐ সময় মাথা নেড়ে শুয়ে শুয়ে ইশারায় নামায পড়ার ক্ষমতা থাকে তাহলে উক্ত নামাযের কাযা করতে হবে।

Ñআলমুহীতুল বুরহানী ৩/২৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৫; তাবয়ীনুল হাকায়েক ১/৪৯০; ফাতহুল কাদীর ১/৪৫৯; শরহুল মুনাইয়া, পৃ. ২৬৩; আলবাহরুর রায়েক ২/১১৫

Read more Question/Answer of this issue