মুহাম্মাদ আলী হুসাইন - ঢাকা
৫৩৯৩. Question
গত রমযানে এশার জামাতে হাজির হতে বিলম্ব হয়ে যায়। ফলে এশার জামাত ও চার রাকাত তারাবীহ ছুটে যায়। আমি দ্রুত এশার ফরয ও সুন্নত আদায় করে তারাবীতে শরীক হয়ে যাই। পরবতীর্তে বাসায় ফিরে ছুটে যাওয়া তারাবীহ আদায় করি। এখন এভাবে বিতিরের পরে তারাবীহ আদায় করা সহীহ হয়েছে কি?
Answer
বিতিরের পরেও তারাবীহ পড়া যায়। তাই প্রশ্নোক্ত অবস্থায় ইমামের সঙ্গে বিতির পড়ে নিয়ে তারাবীহের ছুটে যাওয়া রাকাতগুলো পরবর্তীতে আদায় করা সহীহ হয়েছে এবং মাসআলা-সম্মতই হয়েছে।
Ñমুখতারাতুন নাওয়াযিল ১/২৩; আলমুহীতুল বুরহানী ২/২৬৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৪০৪; আদ্দুররুল মুখতার ২/৪৩