Zilqad 1442 || June 2021

ওলিউল্লাহ - সিলেট

৫৩৯২. Question

কখনো কখনো সময় স্বল্পতার কারণে যোহরের আগের চার রাকাত সুন্নত পড়তে পারি না। যোহরের ফরয আদায়ের পর তা আদায় করি। এক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হলÑ এই চার রাকাত সুন্নত আগে পড়ব নাকি পরবর্তী দুই রাকাত সুন্নত আগে পড়বÑ তা ঠিক করতে পারি না। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে সঠিক নিয়ম কী? আমি চার রাকাত আগে পড়ব, নাকি দুই রাকাত আগে পড়ব? জানালে উপকৃত হব।

Answer

যোহরের আগের চার রাকাত সুন্নত সময়মত পড়তে না পারলে তা যোহরের পরবর্তী দুই রাকাত সুন্নত পড়ার পর  আদায় করবেন।

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেনÑ

إِذَا فَاتَتْهُ الْأَرْبَعُ قَبْلَ الظّهْرِ صَلّاهَا بَعْدَ الرّكْعَتَيْنِ بَعْدَ الظّهْرِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহরের আগের চার রাকাত পড়া না হলে তা যোহরের পরবর্তী দুই রাকাতের পর আদায় করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ১১৫৮)

হযরত আমর ইবনে মাইমূন রাহ. থেকে বর্ণিত, তিনি বলেনÑ

مَنْ فَاتَتْهُ أَرْبَعٌ قَبْلَ الظّهْرِ صَلاّهَا بَعْدَهَا.

কারো যোহরের আগের চার রাকাত ছুটে গেলে সে যেন তা যোহরের (পরবর্তী দুই রাকাতের) পর আদায় করে নেয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৬০২৭)

Ñআলমুহীতুল বুরহানী ২/২৩৫; ফাতহুল কাদীর ১/৪১৫; শরহুল মুনইয়া, পৃ. ৩৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০২; আলবাহরুর রায়েক ২/৭৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫০২; রদ্দুল মুহতার ২/৫৮

Read more Question/Answer of this issue